মানববন্ধন
মানববন্ধন

সিনিয়র স্টাফ রিপোর্টার, মুহাম্মদ রকিবুল হাসান (রনি) :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ আইজিএ প্রকল্পে চুক্তি ভিত্তিক ৪৩১ জন জনবলের মার্চ ২০১৯ থেকে জুলাই ২০১৯ পর্যন্ত, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক বেতন উৎসব ভাতা ও নববর্ষ ভাতা মহামান্য উচ্চ আদালতের রিট নং ১৪৪৭/১৯* রিট নং ৪২৬৯/১৯* এবং রিট নং ২৬৪/১৯* এর মহামান্য বিচারপতি মহোদয় আদেশ মোতাবেক পরিশোধ না করার প্রতিবাদে মানববন্ধন করে কর্মচারী কল্যাণ পরিষদ।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক ( আই জি এ) প্রশিক্ষণ শীর্ষক” প্রকল্পের অফিস এটেনডেন্ট ও ড্রাইভার পথগুলো আউটসোর্সিং পদ্ধতির পরিবর্তে সর্ব সাকুল্যে বেতন ভিত্তিতে বহাল চাই বলে মানববন্ধন করেন কর্মচারী কল্যাণ পরিষদ।