সোশ্যাল মিডিয়া পোস্টে মুম্বাই পুলিশের কাছে সুরক্ষা দাবি করেছিলেন রিয়া। রিয়া বলেন, ‘আমার এবং আমার পরিবারের জীবন সংকটে। এর পরেই রিয়ার বিল্ডিংয়ে হাজির হয় সান্তাক্রুজ থানার পুলিশ। 

সংবাদমাধ্যমের কর্মীদের জন্য আহত হয়েছেন তাঁর বাবা, এমনই অভিযোগ রিয়ার। তাঁদের জীবন সংকটে। এরপরই রিয়ার বাবাকে নিরাপত্তার সঙ্গে ইডির দফতরে পৌঁছে দিতে হাজির হয় মুম্বাই পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালেই ইডির পক্ষ থেকে থেকে নতুন করে সমন জারি করা হয় রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীর নামে। আজই হাজিরার নির্দেশ মেলে। 

এদিন দুপুর তিনটা নাগাদ মুম্বাইয়ের সান্তাক্রুজের অ্যাপার্টমেন্ট থেকে ইডির দফতরের উদ্দেশ্যে রওনা দেন ইন্দ্রজিত্ চক্রবর্তী। 
মিডিয়া কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয় ইন্দ্রজিত্ চক্রবর্তীকে। যদিও মুখ খোলেননি তিনি।

নায়িকার দাবি, তাঁর বিল্ডিংয়ের ওয়াচম্যান এবং বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীকে নাকি আহত করেছে সংবাদমাধ্যমের কর্মীরা। রিয়া বলেন,আমরা ইডি, সিবিআই এবং অন্য তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য বাইরে যাতায়াত করছি। তবে আমার এবং আমার পরিবারের জীবন সংকটে।