মোঃ আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

সীমান্তে কাঁটাতার কেটে গরু নিয়ে আসার সময় বিএসএফ’এর গুলিতে সাদেক নামের এক বাংলাদেশী গরু চোরাকারবারী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর দুপুর প্রায় ২ টার সময় চিমবিবিল সীমান্তের বেলজিয়াম নামক স্থানে। আহত গরুচোরাকারবারী সাদককে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। কাঁটাতার কেটে ফেলার কারণে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ পত্র দিয়েছে বিজিবিকে। গতকাল বিকালে বগাবিল বিএসএফ ও চিমটিবিল বিজিবি’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘটনা জানার পর গতকাল সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সামিউন্নবী চৌধুরী আহত সাদেকের বাড়ি সহ সুন্দরপুর সত্তর মিয়ার বাবার বাড়ী ও পরিদর্শন করেছেন।
সীমান্ত সুত্র জানান, ২ রা সেপ্টেম্বর দুপুরে কুখ্যাত গরুচোরাকারবারী উপজেলার সুন্দরপুর গ্রামের ছত্তর মিয়া, তার ভাতিজি জামাই
সাদেক, চা- শ্রমিক সহ ৫ জনের একটি দল চিমটিবিল সীমান্তে ১৯৭০ নাম্বার মেইন পিলারের এস ৭ পিলারের গুটিবাড়ি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। চিমটিবিল সীমান্তের বেলজিয়াম নামক সীমান্তের কাছে কাঁটাতার কেটে ভারতের ত্রিপুরা রাজ্যের টেংড়াবাড়িতে প্রবেশ করে তারা ৮ টি গরু নিয়ে আসে। বিষয়টি বিএসএফ টহল বাহিনীর নজরে আসলে তারা চোরাকারবারীদের লক্ষ্য করে রাবার গুলি ছুঁড়ে। এতে চিমটিবিলখাস গ্রামের নুরুল হকের পুত্র সাদেক গুলিবিদ্ধ হয়। বাকীরা আহত সাদেক ও ৮ টি গরু নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ নিয়ে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চিমটিবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার হামিদ ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, চিহ্নিত গরুচোর, মাদক ব্যবসায়ীদের পাকড়াও করতে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।