ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি সম্পন্ন করেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলীয় তারকা নেইমার। নাইকির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হওয়ার দুই সপ্তাহ পর জার্মান কোম্পানির সঙ্গে নতুন এই চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজেদের ব্র্যান্ডের ক্রীড়া সামগ্রী পরিহিত নেইমারের একটি ছবিসহ পুমার টুইটে লেখা রয়েছে, ‘ওয়েলকাম দ্য ফেম অব নেইমার। কিং ইজ ব্যাক।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পুমার পোস্টার বয়’ হিসেবে নিজের নতুন ভুমিকার কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। ২৮ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘কিংবদন্তি ফুটবল তারকা পেলে, ক্রুইফ, ইউসেবিও এবং ম্যারাডোনার মত তারকাদের ভিডিও দেখতে দেখতে আমি বেড়ে উঠেছি। তারা সবাই পুমার হয়ে কাজ করেছেন। এই কারণে আজ থেকে আমি এই ব্র্যান্ডেরর সঙ্গে সখ্যতা গড়েছি। যে ব্র্যান্ডটি ফুটবলে বিশ্বসেরা কিংবদন্তিদের পাশে ছিল।’
নেইমারের সঙ্গে নতুন এই চুক্তির মুল্য কত এবং মেয়াদ কত দিনের তা জানায়নি নেইমার বা পুমা কর্তৃপক্ষ । তবে নাইকির সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি শেষ হওয়ার পর সবাই পুমার সঙ্গে নেইমারের চুক্তি হবার বিষয়টি অনুমান করতে পেরেছিল। নেইমারের বয়স যখন ১৩ বছর, তখন থেকেই তিনি নাইকির শুভেচ্ছাদূত। তবে করোনার কারণে আর্থিক মন্দা আর প্যারিস যাত্রায় নেইমার কিছু নেতিবাচক ঘটনা ঘটানোয় তার থেকে সরে এসেছে নাইকি।