কভিড-১৯-এর প্রাদুর্ভাবে অনেক স্বল্প পুঁজির মানুষ নিঃস্ব হয়ে গেছেন। তাঁরা লকডাউনের কয়েক মাস বসে বসে খেয়ে পুঁজি খুইয়ে বসে আছেন। সেসব লোকদের মধ্য থেকে ৫০ জন ভাসমান ব্যবসায়ী ও দিনমজুরকে নতুন করে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে একটি ভ্যান ও নগদ পাঁচ হাজার টাকা করে পুঁজি বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ভ্যানের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আবেদনকারীর মহল্লার মসজিদের ইমাম ও আরেকজন দায়িত্বশীল মানুষকে জামিনদারের দায়িত্ব গ্রহণের শর্ত আরোপ করা হয়েছে। এক বছর পর্যন্ত কোনো আবেদনকারী ভ্যান বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না। এমন আরো কিছু লিখিত শর্তে ভ্যান ও নগদ পুঁজি বিতরণ করা হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ভ্যানগ্রহীতাদের প্রশিক্ষণ দিয়েছেন সরোবরের শরীফ আবু হায়াত অপু। উপস্থিত ছিলেন জনপ্রিয় আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ ও বিশিষ্ট টিভি উপস্থাপক শায়খ মাহমুদুল হাসান।
এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন চার হাজার করোনা ক্ষতিগ্রস্ত পরিবারকে এক মাসের খাদ্য ও এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা এবং লকডাউনের সময় বেকার হয়ে যাওয়া ৭০০ উবার রাইডারকে এক হাজার টাকা করে দিয়েছে।