সোহেল রানা মালয়েশিয়া প্রতিনিধি।
মালয়েশিয়ায় বয়লারে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ার একটি পাম অয়েল মিলের বর্জ্য বয়লার থেকে মোহাম্মদ আবদুল মান্নান মোল্লা (৩৯) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার মেলাক্কা প্রদেশের জাসিন জেলার জালান রিম এলাকার একটি পাম অয়েল মিলের বর্জ্য বয়লারে পড়ে এ বাংলাদেশি ঠিকাদার শ্রমিক নিহত হন।স্থানীয় পুলিশ জানায়, মান্নান বয়লার মিলের ছাদে পাইপিংয়ের কাজ করা অবস্থায় অসাবধানতার কারণে তিনি সাড়ে চার মিটার গভীর বয়লারে পড়ে যান। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তিনি আরও জানান, রাজ্য ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বর্জ্য বয়লার থেকে লাশটি উদ্ধার করতে প্রায় তিন ঘণ্টা সময় নিয়েছিল। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মান্নানের সহকর্মীরা কর্মরত অবস্থায় হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে গভীর বয়লারে পড়ে থাকতে দেখে এবং শত শত শ্রমিক সেখানে ভিড় করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠান।