মোঃ শাহ আলম (স্বপন), চুনারুঘাট প্রতিনিধি:
দু’টি স্কুল এন্ড কলেজ এর ভর্তি ফি দুই রকম নেয়ার অভিযোগ ওঠে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দু’টি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি ফি নিয়ে বাণিজ্য হচ্ছে জানা যায়। আমুরোড হাই স্কুল এন্ড কলেজ এর ভর্তি ফি ২ হাজার টাকা
হলেও পাশ্ববর্তী ইউনিয়নের গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ এর ভর্তি ফি ৩ হাজার টাকা করে রাখা হচ্ছে।
অথচ শিক্ষার্থী অনুযায়ী গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের চেয়েও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের পাসের হার বেশী। এই করোনাকালীন মহামারী তে অনেক পরিবারের এত টাকা দিয়ে সন্তানদের ভর্তি করাতে হিমশিম খেতে হচ্ছে। এমনও অনেক পরিবার আছেন তাদের সন্তানদের হয়তো ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি করাতে পারবেন না। করোনাকালীন পরিস্থিতিতে সকলের অবস্থার কথা বিবেচনা করে দুইটি স্কুলকে সমন্বয়ে এনে শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দেয়ার অনুরোধ করেছেন এলাকাবাসী এবং চুনারুঘাট উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হলো এ অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।