শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ফেরি সার্ভিস আবার বন্ধ করা হয়েছে। নাব্যতা সংকটে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় ২৮ কিলোমিটার ঘুরাপথে একটি চ্যানেল পরীক্ষামূলকভাবে চালু করা হলেও তা পার হতে দীর্ঘ সময় লাগায় আপাতত এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল এ রুটে।

বিষয়টি নিশ্চিত করে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২৮ কিলোমিটার পথের পালেরচর চ্যানেল দিয়ে ফেরি পার হতে ৭-৮ ঘণ্টা সময় লাগছে। এতো দীর্ঘ পথ অতিক্রম করে যাত্রী বা যানবাহন সংশ্লিষ্টদের পারাপারে আগ্রহ কম। তাই ওই চ্যানেল দিয়ে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে পদ্মা সেতুর ২৫নং পিলারের পাশ দিয়ে যাওয়া চায়না চ্যানেলেটি খনন করছে। আজ-কালের মধ্যে তারা তা হস্তান্তর করবে। তারপর ফেরি সার্ভিস চালু হবে বলে জানান শফিকুল ইসলাম।