সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৩ হাজার চারশ ৯৪ জন এবং মারা গেছে নয় লাখ ৪৫ হাজার একশ ৭৬ জন।

আক্রান্তদের মধ্যে দুই কোটি ১৮ লাখ আট হাজার ছয়শ ৫৬ জন সুস্থ হয়ে গেছে। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৭২ লাখ ৮৯ হাজার ছয়শ ৭২ জন। তার মধ্যে ৬১ হাজার দু’শ ৪৭ জনের অবস্থা গুরুতর।

করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত ৬৮ লাখ ২৮ হাজার তিনশ একজন করোনা আক্রান্ত হয়েছে। তালিকায় দুই নম্বরে রয়েছে ভারত এবং তিনে ব্রাজিল। 

এরপর রাশিয়া, পেরু, কলম্বিয়া, মেক্সিকো ও সাউথ আফ্রিকা রয়েছে। তবে মৃত্যুর দিক থেকেও এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। সেখানে মৃত্যু দুই লাখ ছাড়িয়েছে। অন্যদিকে ভারতে এখন মৃতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে দেশটিতে ৮৩ হাজার দু’শ ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র : ওয়ার্ল্ডওমিটার