সামসু

মুরাদনগর এর পক্ষ থেকে আজ বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মুরাদনগর থানা পুলিশের সহায়তায় এসময় উপজেলার সর্ববৃহৎ পাইকারি বাজার কোম্পানিগঞ্জ বাজারে ৪ জন বিক্রেতাকে পিঁয়াজের দাম অধিক রাখায় ৪৭,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে ক্রেতা সাধারণকে আতংকিত না হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় থেকে বিরত থাকা এবং সবসময় পণ্য ক্রয়ের বিপরীতে রশিদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর পাইকারি ও খুচরা বিক্রেতাগণকে পণ্য ক্রয়ের রশিদ সবসময় দোকানে সংরক্ষণের পাশাপাশি অধিক মুনাফা লোভ বর্জন করে সঠিক দামে পন্য বিক্রয় করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সাদা পোশাকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। নির্দেশনা অবমাননার তথ্য পেলে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।