জুভেন্তাসের কোচ হিসেবে জয় দিয়েই অভিষেক হয়েছে আন্দ্রে পিরলো। রবিবার রাতে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে টানা ১০ম শিরোপা জয়ের লক্ষ্যে সিরি আ মিশন শুরু করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তুরিনে ম্যাচের ১৩ মিনিটে সুইডিশ অভিষিক্ত ডিয়ান কুলুসেভিস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৮ মিনিটে লিওনার্দো বনুচ্চি ব্যবধান দ্বিগুণ করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ৮৮ মিনিটের গোলেই তাদের বড় জয় নিশ্চিত হয়।
করোনাভাইরাসের কারণে ৭ মাত পর রবিবার থেকে সিরি আ ম্যাচে দর্শকদের সীমিত উপস্থিতির অনুমতি ছিল। তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে উপস্থিত ছিলন হাজারখানেক জুভ সমর্থক। মরিজিও সারির উত্তরসুরি হিসেবে ক্লাবের সাবেক তারকা পিরলোর অভিষেকটাও তাই তাদের দেখার সৌভাগ্য হয়েছে। জুভেন্তাসের হয়ে গতকাল কুলুসেভিস্কির সাথে আরো অভিষেক হয়েছে ওয়েস্টন ম্যাককেনির। রোনালদোর সহায়তায় ১৩তম মিনিটে ২০ বছর বয়সী উইঙ্গার কুলুসেভিস্কি গোল করে দলকে এগিয়ে দেন।
৪১ বছর বয়সী পিরলো বলেছেন, ‘ম্যাচের মানসিকতায় খেলোয়াড়দের ফিরে আসতে কিছুটা সময় লেগেছে। জাতীয় দল থেকে খেলোয়াড়রা ফেরার পর আমরা মাত্র এক সপ্তাহ একসাথে কাজ করার সুযোগ পেয়েছি। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আমার খেলোয়াড়দের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সব কিছুর সাথে মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগবেই। আমাদের খেলোয়াড়ের অভাব রয়েছে। তারপরেও আমরা সেরাটা দেবারই চেষ্টা করব।’