স্বপন আহাম্মেদঃ
কুখ্যাত মাদক ব্যবসায়ী, হাফ ডর্জন মাদক মামলার আসামী আঃহক জেল থেকে এসে ফের বেসামাল হয়ে উঠেছে।গুইবিল ও চিমটিবিল সিমান্তে আবারো তার গাঁজা ব্যবসা জমজমাট চলছে।বিজিবির কড়া সতর্ক থাকার পরও পাহাড়ি এলাকায় একাধিক পয়েন্টে আঃ হক বাহিনী সক্রিয় রয়েছে।জেল থেকে ছাড়া পেয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কে হুমকি দিয়েছে সে।তাদের অপরাধ তার বিরুদ্ধে পুলিশের কাছে স্বাক্ষী দিয়েছেন তারা।গাঁজা ব্যবসায়ী হিসাবে পরিচিত আঃ হকের পৈত্রিক সম্পত্তি না থাকলেও দুটি বিল্ডিং তৈরি করেছে সে।পুলিশ, বিজিবি’র ৬/৭টি মাদক মামলা রয়েছে আঃ হকের বিরুদ্ধে।সম্প্রতি তার প্রতিবেশী বাঘাডাইয়্যা গ্রামের খুরশেদ আলীর পুত্র দোকান ব্যবসায়ী রজব আলীকে মারদোর করে গাঁজা দিয়ে ফাসিঁয়ে দেয়ার হুমকি দেয়। এতে এলাকাবাসী ক্ষোব্ধ হয়ে উঠে।চুনারুঘাট থানার ওসি ( দায়ীত্ব প্রাপ্ত) চম্পক দাম বলেন,মাদকের বিরুদ্ধে টিম চুনারুঘাট প্রতিদিন সফল অভিযান পরিচালনা করছে এবং মাদক সহ আসামী আটক করছে।সে ধারা অব্যাহত থাকবে।অনেক কৌশলে আঃ হক কে গ্রেফতার করে জেলে দিয়েছেন কিন্তু সে জেল থেকে এসে ফের বেসামাল হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।