সনজীব সরকার, বিশেষ প্রতিনিধি।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আই পি এল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের ইতিহাস গড়ল রাজস্থান রয়্যালস। ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই ২২৩ রানের পাহাড় টপকে যায় রাজস্থান রয়্যালস। পাঞ্জাবের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল (৫০ বলে ১০৬) ও কে এল রাহুল (৫৪ বলে ৬৯) এর মারকাটারি ব্যাটিং এ ২২৩ এর বড় সংগ্রহ পায় কিংস ইলেভেন।বিপরীতে রাজস্থানের উদ্বোধনী ব্যাটসম্যান জস বাটলার মাত্র ৪ রানে সাজঘরে ফেরার পরে সঞ্জু স্যামসন (৪২ বলে ৮৫) ও স্টিভেন স্মিথ (২৭ বলে ৫০) একসাথে পাঞ্জাবের বোলারদের উপর চড়াও হন,ফলাফল ৯ ওভারেই ১০০ এর উপরে রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস। তবে খেলার মাঝের ওভার গুলোয় ছন্দ হারায় রাজস্থান,রানের চাপ বাড়তে থাকে। শেষ ৩ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৫১ রান, তাই পাঞ্জাবের জয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু রাহুল তেওয়াটিয়ার মনে ছিল অন্য কিছু। শেলডন কটরেলের ১৮ তম ওভারে রাহুল টাইমিং এর অবিশ্বাস্য প্রদর্শনী করেন,ছক্কা মারেন ৫ টি। ১২ বলে যখন ২১ রান লাগে তখন জোফরা আর্চার মো. শামির ১৯ তম ওভারে পরপর দুই ছয় মেরে পাঞ্জাবের আশা মোটামুটি শেষ করে দেন,একই ওভারে রাহুল শামিকে আরও এক ছয় মেরে সমীকরণ নামিয়ে আনেন শেষ ৬ বলে ২ রান। ঐতিহাসিক এ ম্যাচে শেষ ওভারের তৃতীয় বলে ৪ মেরে তুলির শেষ আঁচড় দেন টম কারেন। পাঞ্জাবের ২২৩ রানের বিপরীতে রাজস্থান তোলে ৬ উইকেটে ২২৬ রান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাজস্থানের হয়ে ঝড় তোলা সঞ্জু স্যামসন।