সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।

মধ্যেপ্রাচ্যের তেল সমৃদ্ধ ও ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার, দেশটি মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বেরসেরা। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিমউদ্দীন তার পরিচয়পত্র তুলে দেন।

রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে কাতারের আমিরের কার্যালয় দিওয়ানে আমিরিতে আমিরের সঙ্গে সাক্ষাৎ করে আমিরের হাতে তার পরিচয়পত্র তুলে দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন।

এই সময় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রদূতকে স্বাগতম জানান এবং রাষ্ট্রদূত মোঃ জসিমউদ্দীনের সাফল্য কামনা করেন।