শিপন আহমেদ ( বিশেষ প্রতিনিধি কাতার )

সেচ্ছায় রক্ত দানে আগ্রহী কাতারে বসবাস কারী জনগণ

আজ শুক্রবার সকাল সাত টা থেকে শুরু হয় ব্লাড ডোনেশন ক্যাম্প কাতারের রাজধানী দোহার বাহিরে আল-ওয়াকির শহরে যা হামাদ মেডিক্যাল করপোরেশন এর অধীনে পরিচালিত হয়।

এতে করে সেখান কার বসবাস কারী ছাড়া ও পুরো কাতার থেকে লোকজন এসেছে সেচ্ছায় রক্ত দান করতে। যা ব্যাপক ভাবে সাড়া পেয়েছে

এই ব্লাড ডোনেশন ক্যাম্পে বিভিন্ন দেশের লোক জন অংশগ্রহণ করেন, বাংলাদেশী ,ইন্ডিয়ান, পাকিস্তানী,ফিলিপাইনী আরও অন্যান্য দেশের জনগণ ।

উন্নত মানের মেশিন দ্বারা পরীক্ষা নেওয়া হয়েছে রক্ত। উক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে সেচ্ছায় রক্ত দান কারী দের বিশেষ খেয়াল রাখা হয় পর্যাপ্ত পরিমাণে পানি, জুস , নাস্তা এই সব সরবারহ করা হয় এবং সকল রক্ত দান কারী দেওয়া হয় হামাদ মেডিক্যাল করপোরেশন ও কাতার স্বাস্থ্য মন্ত্রনালয় এর পক্ষ থেকে সনদপত্র।

যদিও বেশি লোকজন হওয়ার কারনে একটু সময় লেগেছে তার পরও লোকজন আনন্দের সহিত সেচ্ছায় রক্ত দান করেছেন ।

উক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেন বাংলাদেশে কুমিল্লায় অবস্থিত ব্লাড ডোনেশন দেবিদ্বার (বিডিডি) এর একজন সদস্য। যে কাতার বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছে। ব্লাড ডোনেশন দেবিদ্বার (বিডিডি) এর সকল সদস্য বৃন্দ দেবিদ্বার ও কুমিল্লার মধ্যে বিভিন্ন হসপিটালে বিনামূল্যে সেচ্ছায় রক্ত দান করে যাচ্ছে।

আমাদের সকলের উচিত মনের ভয় কে দূর করে সেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসা হোক না সেটা দেশের বাহিরে দূর প্রবাসে। কারণ আপনার এক বেগ রক্তে বেঁচে যাচ্ছে একটি প্রাণ।