এবছর ফোর্বসের ধনী তারকাদের তালিকায় শীর্ষে স্থানে মার্কিন পপতারকা টেইলর সুইফট। বিশ্বে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বিনোদন তারকা। সম্প্রতি টেইলর সুইফট তার ব্লগে জাস্টিন বিবারের ব্যবস্থাপক স্কুটার ব্রানকে অভিযুক্ত করে লিখেছেন, ‘স্কুটার নাকি কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অনিয়ম করে আসছেন। এমনকি কৌশলে তার মেধাস্বত্বও কিনে নিয়েছেন।’ 

এদিকে, এই অভিযোগের প্রেক্ষিতে স্কুটারের পাশে দাঁড়িয়েছেন জাস্টিন বিবার। তিনি সামাজিক মাধ্যমে (২ জুলাই) লিখেছেন, ‘টেইলর সুইফট তার সীমা অতিক্রম করে ফেলেছেন।’ 
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা না বলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিতর্কটা নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছেন তিনি।এদিকে, ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন টেইলর সুইফট। তবে টেইলরের খুব কাছেই রয়েছেন মার্কিন টিভিব্যক্তিত্ব ও মডেল কাইলি জেনার। তার আয় ছিল ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। আর মার্কিন সংগীতশিল্পী ক্যানি ওয়েস্টের আয় ছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এরপরেই রয়েছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির নাম, তার আয় ছিল ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে, এবার বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে ফোর্বসের ধনী তারকাদের তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড নায়ক অক্ষয় কুমার। ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৪৪ কোটি রুপি (৬৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় করেছেন অক্ষয়। ফোর্বসের হিসাব অনুযায়ী, প্রতি সিনেমায় প্রায় ৩৪ কোটি থেকে ৬৮ কোটি রুপি আয় করেছেন তিনি। এর পাশাপাশি প্রায় ২০টি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে অক্ষয়ের। সেখান থেকেও কোটি কোটি রুপি আয় করেন তিনি।