এস. আই মাহফুজ মিশু,
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও দেশবরেণ্য আইনজীবি আবদুল মালেক উকিলের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সন্ঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের, জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব আব্দুজ জাহের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরপ্রমুখ।
এছাড়াও সন্ধ্যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য আবদুল মালেক উকিল ১৯২৪ সালের১ অক্টোবর নোয়াখালী জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালের১৭ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।।