সনজীব সরকার,
বিশেষ প্রতিনিধি।
লড়াইটা ছিল অসম।অপেক্ষা ছিল হারের ব্যবধান কি হয় তা জানার আর এর কারণ ছিল দুটো –
প্রথমত গত ২৯ বছরে কাদিজ কখনো রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে পারেনি, দ্বিতীয়ত টানা ১৫ ম্যাচে লা লিগায় অপরাজিত দলের নাম রিয়াল মাদ্রিদ(গত মৌসুম সহ)। তাই কাদিজের নিখাদ ভক্তও মনে হয়না নিজের ক্লাবের পক্ষে বাজি ধরতে রাজি ছিল। কিন্তু পরিসংখ্যান যে কখনো কখনো ভয়ংকর মিথ্যা বলে আজকের কাদিজ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ তার বাস্তব প্রমাণ।
আলফ্রেডো ডি স্টেফেনো স্টেডিয়ামে আজ কাদিজ ইতিহাস রচনা করল,ঘোচাল ২৯ বছরের লজ্জা।৭৫ শতাংশ বলের দখল নিয়েও রিয়াল জিততে পারেনি,উল্টো প্রতি আক্রমণের সুযোগ নিয়ে ১৬ মিনিটেই ম্যাচের একমাত্র গোলটি করেন কাদিজের লোজানো।বাকী সময়ে অনেক চেষ্টা করেও কাদিজের রক্ষন ভেদ করতে পারেনি জিদানের শিষ্যরা। একই ভাবে কাদিজের খেলোয়াড়েরাও বাকী সময়ে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে বারবার ব্যার্থ হয়েছে। তবে আজকের ম্যাচের পর জিদানের কপালে ভাজ পড়তে বাধ্য কারণ পুচকে কাদিজ যেখানে ১৪ টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৫ টি সেখানে পরাক্রমশালী রিয়াল সমান সংখ্যক শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ২ টি। মৌসুম তো এখনো অনেক দূর!