তিন বারের চ্যাম্পিয়নদের করুণ পরিণতি। চলতি আইপিএলের লাস্ট বয় চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৮। আইপিএলের ইতিহাসে প্রথমবার প্লে-অফ যেতে পারেনি চেন্নাই। এবার শুরু থেকেই ধারাবাহিক নয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। দীর্ঘদিন পর বাইশ গজে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও সাবেক ভারত অধিনায়কের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। ব্যাট হাতে ধোনির সেই ক্যারিশমা উধাও। নেতৃত্বেও সেই মুন্সিয়ানা আর নেই।

সংযুক্ত আরব আমিরাতে চলমান করোনাকালের আইপিএলে চেন্নাইয়ের জঘন্য পারফরম্যান্সের পর ইতিমধ্যেই অনেকেই আস্থা হারিয়েছে ধোনির ওপর। তবু সব ভুলে আগামী মৌসুমে চেন্নাই তাদের দলের চেহারা পাল্টে ফেলবে বলেও শোনা যাচ্ছে। দলের অধিকাংশ ক্রিকেটারের বয়স হয়েছে। চেন্নাই দলের ক্রিকেটারদের গড় বয়স অন্যান্য দলগুলির তুলনায় একটু বেশি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই দলকে আগামী আইপিএলে নেতৃত্ব দেবেন কিনা তা নিয়ে নানা জল্পনা চলছে!

এর মাঝেই ধোনিকে নিয়ে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বড় ঘোষণা দিয়েছেন। আগামী আইপিএলে চেন্নাইয়ের চেহারা অনেক পাল্টে গেলেও নেতৃত্বের ব্যাটন থাকবে ধোনির হাতেই। তিনি বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই! আমি নিশ্চিত যে ২০২১ সালেও সিএসকের নেতৃত্বে থাকবে মহেন্দ্র সিং ধোনি। সে তিনটি আইপিএল শিরোপা জিতেছে। এ বছর আমরা প্লে-অফের জন্যে কোয়ালিফাই করিনি। আমাদের জন্য একটা খারাপ বছর গেল। আমাদের অনেক কিছুই বদল করতে হবে।’