মোঃ মনির হোসেন
ভিসার মেয়াদ বৃদ্ধিতে সরকারের সহযোগীতা চেয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে বাহরাইন প্রবাসীরা।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কোভিড ১৯ এর কারনে আটকে পড়া ভুক্তভুগী বাহরাইন প্রবাসীরা এই মানববন্ধনের আয়োজন করেন
মানববন্ধনের সভাপতি এবং বাহরাইন প্রবাসী শিশির খান বলেন বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে এসে কোভিড-১৯ এ আটকে পড়েছেন অসংখ্য প্রবাসী। কিন্তু কোভিড-১৯ সময়ে লকডাউন চলা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হওয়ায় এখন সমস্যায় পড়েছেন অনেকে। একইসঙ্গে মাত্রাতিরিক্ত হারে প্লেন ভাড়া বাড়ানো হয়েছে।
তিনি বলেন বাহরাইন সরকার বাংলাদেশের অনেক শ্রমিককে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু দেশে অবস্থানকারীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে দেশটিতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আমরা
এসময় বক্তারা সরকারের সহযোগীতা চেয়ে কুটনৈতিক তৎপরতা বৃদ্বির আহবান জানান। এছাড়াও ভিজিট ভিসা ও অন এরাইভাল ভিসা বাংলাদেশের জন্য চালু করার দাবী জানান।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রানালয়ের সামনে অবস্থান করেন তারা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মন্ত্রনালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
তারা জানিয়েছে সরকার যদি একটু তৎপর হয় তাহলে তাদের সমস্যা সহসা নিরসন হবে