ফ্রান্সের নিস শহরের গির্জার কাছে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলের উপকূলীয় নিস শহরের গির্জায় হামলকারী ছুরিকাঘাতে নারীসহ তিন ব্যক্তিকে হত্যা করে। এমন হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে তীব্র জানায় সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয়।

এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয় বলে, ‘ফ্রান্সের নিস শহরের নটরডেম গির্জার কাছে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় সৌদি আরব।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ধর্ম ও মানবতার সঙ্গে সাংঘর্ষিক সব ধরনের চরমপন্থামূলক হামলার নিন্দা জানায় সৌদি আরব। এবং ঘৃণা, সহিংসতা ও চরমপন্থার প্রসার করে এমন কার্যকলাপ বন্ধে আহ্বান করে।’

বিবৃতিতে নিহতের পরিবার, ফরাসি সরকার ও জনসাধারণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় ছাড়াও নির্মম হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানায় মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিওএল)।

মুসলিম বিশ্বের বৃহত্তম সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলে, যেকোনো ধরসেনর সন্ত্রাসী ও উগ্রপন্থামূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানায় ওআইসি।

সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস-এর পক্ষ থেকে নিস শহরের হামলার নিন্দা জানানো হয়। এক বিবৃতে সিনিয়র স্কলারসের পক্ষ থেকে বলা হয়, বিশ্বের সব মানুষের একে অপরের প্রতি সহনশীলতা ও সহযোগিতার অনুশীলন করা দরকার।’

ফ্রান্সের নিস শহরে সংঘটিত হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন (জিসিসি), কুয়েত, বাহরাইন ও মিশরসহ আরো অনেক আরব দেশ।

সূত্র : আরব নিউজ