নিজস্ব প্রতিবেদন


গত অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।
শুধু বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়। বাফুফের এই একটি পদের মীমাংসার জন্য আগামীকাল শনিবার আবারও ভোটগ্রহণ হবে।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগের অন্যতম নেতা নৌকার লোক মহির প্রতিদ্বন্ধি বিএনপি নেতা ঢাকা উত্তরের পরাজিত মেয়র প্রার্থী ধানের শীষের তাবিথ আউয়াল।
এই নির্বাচনে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের ভুমিকা নিয়ে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে।
তাবিথ আউয়ালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সালাউদ্দিন এবার কোন পক্ষ নেন?
তিনি কি নৌকার পক্ষে থাকবেন নাকি ধানের শীষের প্রার্থীকে পাশ করাবেন?
বাফুফের এই সহ-সভাপতি নির্বাচনে সালাউদ্দিনের চরিত্রটাই এখন মুখ্য হয়ে উঠেছে।
হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস হলরুমে ১৩৯ জন ভোটার এই দু’জনের মধ্য থেকে একজনকে বাফুফের চতুর্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।
২১টি পদের মধ্যে ২০টিতে হার-জিত হলেও চার সহ-সভাপতি পদের বিপরীতে তিনজন- বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এবং তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নির্বাচিত হন।
বাকি একটি পদের জন্য সমান ৬৫ করে ভোট পড়ায় আবারও ভোটের প্রয়োজন হয় মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে।