মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।।
চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার থেকে সিএনজি রিজার্ভ করে চুনারুঘাট যাওয়ার কথা বলে গাড়িতে উঠেন উপজেলার ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) তার সাথে একই সিএনজিতে উঠেন উপজেলার বড়াইল গ্রামের ছহিবুল্লাহর ছেলে জাবেদ মিয়া (২২) ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন ( ২৩)।
তাদের বেশ-ভূষা ও সরঞ্জামাদি দেখলে মনে হবে তারা যেন কোথাও বেড়াতে যাচ্ছেন।
বিজিবি নিজস্ব গোয়েন্দা সংস্থা বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান গুইবিল বিওপিকে বিষয়টি জানালে তারা উপজেলার ছয়শ্রী গ্রামে উৎপেতে থেকে সাড়ে দশ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেন। আটকের সময় ৭ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে আটটা।
বিজিবির অভিযানে নেতৃত্ব দেন গুইবিল বিওপি কমান্ডার হাবিলদার আঃ রশিদ।
আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান গুইবিল বিওপি কমান্ডার হাবিলদার আব্দুর রশিদ।