স্বপন আহমেদ চুনারুঘাট..!!


গত ২১/১১/২০ তারিখে সিসিটিএন ক্যাবল ও নিনা ভিসন ক্যাবলসের পরিচালকদের মধ্যে সংঘর্ষ হয়,পরে বিষয়টি গ্রাম ভিত্তিক রক্তক্ষয়ী সংঘর্ষের রুপ নিতে শুরু করে।
বিষয়টি বুঝতে পেরে আহাম্মদাবাদ ইউনিয়নের জননন্দিত বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে জোড়ালো ভূমিকা পালন করেন ও দুপক্ষের সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যান।
দু’পক্ষই চেয়ারম্যান সনজু চৌধুরীকে আশ্বস্ত করেন বিষয়টি না বাড়িয়ে বসে সমাধান করবেন।
তারপরেও নিনা ভিষনের পরিচালক মোস্তাক উদ্দিন (মুসা)আখন্জী তার গ্রামের মোড়লদের নিয়ে অদ্য ২৪/১১/২০ ইং সকাল ১০ঘটিকায় মানববন্ধনের ডাক দেন।
নিনা ভিসনের মানববন্ধন কর্মসূচি ঘোষণা শুনে ২য় পক্ষ সিসিটিএন ক্যাবলের পরিচালকরাও একই স্হানে,একই সময়ে মানববন্ধনের ডাক দেন,এতে আমুরোড বাজারের আশপাশ সহ ২/৩টি গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
দু’পক্ষের মুখোমুখি অবস্হান ব্যাগতিক দেখে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসন মানববন্ধন কর্মসূচী বন্ধ করে দেন।
অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে অদ্য সকাল ৮ঘটিকা থেকে স্হানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী এলাকার মান্য গন্য ব্যাক্তিবর্গ সহ পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল চোখে পড়ার মত ও প্রশংশনীয়।