পুরান ঢাকার পাটুয়াটুলীতে বহু পুরনো একটি দোতলা ভবন ধসে পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে রাত ৮টার দিকে জাহিদুল ব্যাপারী (৬০) নামে একজনের লাশ পাওয়া যায়।
এর প্রায় চার ঘণ্টা পর রাত ১২টার দিকে জাহিদুলের ছেলে শফিকুল ব্যাপারীর (১৮) লাশও ধ্বংসস্তূপের নিচে পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের শত বছর পুরনো ওই দোতলা ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল।
তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন বলে স্থানীয়রা জানান।
দুপুর দেড়টার দিকে ভবনটি ধসে পড়ার পর পুলিশ সেখানে যায়।
কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান তখন বলেছিলেন, “আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার ব্রিগেড কাজ করছে।”