সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি
কাতারে যেসব কর্মী কোম্পানি পরিবর্তন করতে আগ্রহী, তাদের জন্য নতুন কিছু নির্দেশনা দিয়েছে কাতার শ্রম মন্ত্রণালয়।
এর ফলে এখন এসব নিয়ম মেনে কোম্পানি পরিবর্তনে আগ্রহী কর্মীকে আবেদন করতে হবে। আজ কাতার নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাতকারে এসব বিধি-নিষেধের কথা জানান শ্রম মন্ত্রণালয়ের সচিব আলওবায়দালি।
এসব নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হলো, কর্মী যেই নতুন কোম্পানিতে যেতে আগ্রহী, সেই কোম্পানিতে ওই কর্মীর জাতীয়তা (ন্যাশনালিটি)র ভিসা অনুমোদন থাকতে হবে।
এতোদিন এই নিয়ম ছাড়াই কর্মীরা কোম্পানি চেঞ্জ করার সুযোগ পেলেও এখন আর তা থাকছে না।
অর্থাৎ কোনো বাংলাদেশি কর্মী যদি এখন কোম্পানি পরিবর্তন করতে চান, তবে নতুন কোম্পানির কাছে বাংলাদেশি ন্যাশনালিটির ওয়ার্ক ভিসা থাকতে হবে। নয়তো ওই কোম্পানিতে চেঞ্জ হওয়া যাবে না।
আরও বলা হয়েছে, নতুন কোম্পানির বিরুদ্ধে কোনো ধরণের মামলা বা সমস্যা থাকা যাবে না। অর্থাৎ নতুন কোম্পানিটি কাতারের আইন কানুন মেনে চলছে কিনা, তা যাচাই করা হবে।
শ্রমিক যে নতুন কোম্পানিতে যেতে আগ্রহী, সেই নতুন কোম্পানির কাছে কাজ বা প্রকল্প থাকতে হবে।
কোনো ধরণের নামনির্ভর বা পকেট কোম্পানি হলে সেখানে চেঞ্জ হওয়ার আবেদন গ্রহণ হবে না।
কোম্পানি চেঞ্জের আবেদন করার সময় অবশ্যই কর্মী পুরনো কোম্পানির কাছে দেওয়া পদত্যাগ পত্র (রেজিগনেশন লেটার) সংযুক্ত করতে হবে।