বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে রবিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাতে করোনা নেগেটিভ হওয়ার পর সোমবারই মিরপুরে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। 

মাশরাফিকে লটারিতে কিনেছে জেমকন খুলনা। আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতেও বাধা নেই মাশরাফির। সোমবার দুপুরে মাশরাফি অনুশীলন করেছেন ব্যক্তিগত উদ্যোগে। বেলা ১টার দিকে তিনি মাঠে আসেন। কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন বোলিং। 

শুরুতে অল্প রান আপে বোলিং করলেও পরে গতি ও রানআপ বাড়িয়েছেন। বোলিংয়ের সময় ল্যান্ডিং ঠিক হচ্ছে না কিনা জানতে কাছে একটি চেয়ারে বসিয়ে দেন ক্যামেরা। যেন পরে ত্রুটি গুলো বিশ্লেষণ করতে পারেন।

তারকাসমৃদ্ধ জেমকন খুলনার জার্সিতে খেলবেন মাশরাফি। দলে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে।

এর আগে ফিটনেস টেস্টও পাশ করেছেন মাশরাফি। মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের। এই ম্যাচেই হয়তো জেমকন খুলনার হয়ে অভিষেক হয়ে যাবে মাশরাফির।