হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ২০ জন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, সোমবার বিকেলে মুশকিল হাসানের মাজারের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস ও স্থানীয় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, আমরা ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে একজন নারী। গাড়ির ভেতরে আটকে থাকা আরো দুটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে মরদেহের সংখ্যা আরো বাড়তে পারে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।