সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।

কাতারে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বৈদেশিক শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। ফলে প্রবাসে বসেই নিজের কাজের পাশাপাশি পড়ালেখা করতে পারবেন রেমিট্যান্সযোদ্ধারা।

আর এই উচ্চশিক্ষার ফলে কর্মক্ষেত্রে বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারে বর্তমানে বিভিন্ন পেশায় সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার কারণে কম বয়সে চলে আসছে প্রবাসের মাটিতে।প্রচলিত শিক্ষাজীবন থেকে পিছিয়ে পড়া তরুণ প্রবাসীদের উচ্চশিক্ষা গ্রহণে সুযোগ করে দিতে কাতারে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল কাতারে দায়িত্বরত বাংলাদেশি গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে এসএসসি/এইচএসসি/বিএ এবং বিএসএস কোর্স চালু করতে আবেদনপত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করার কথা রয়েছে।কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের মাঝে এই খুশির সংবাদ সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কমিউনিটি ও গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান দূতালয় প্রধান মাহবুর রহমান। সেই সাথে ভর্তি ইচ্ছুক আগ্রহীদের
[email protected] ই-মেইলে বা দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।