স্বপন আহাম্মেদ চুনারুঘাটঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ের আবারও সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
দূর্গম হাওরে প্রতিপক্ষের আঘাতে ঐ কৃষক নিহত হয়েছেন।
নিহত কৃষকের নাম নূরুল হক(৫৫)সে মৃত রাজধর মিয়ার পুত্র।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাল্লা-মধুপুরের হাওরে বোরো জমিতে ধান রোপন কে কেন্দ্র করে আলাই মিয়া ও নিহত নূরুল হকের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এক পর্যায়ে আলাই মিয়ার লোকজন নূরুল হক মিয়াকে ইট দিয়ে আঘাত করে আহত করে।
পরবর্তীতে আহত নূরুল হককে চিকৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হলে চিকিৎসকগন মৃত বলে ঘোষনা করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম জানান,নিহত নূরুল হক ও প্রতিপক্ষ আলাই মিয়া সম্পর্কে মামা ভাগ্নে হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দূর্গম হাওর হওয়ার কারনে এ রিপোর্ট লেখার সময় বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থলে পৌছাতে পারেনি বলে জানা যায়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,জমি রোপনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছে।দূর্গম এলাকা হওয়ার কারনে পুলিশ পৌছাতে বিলম্ব হচ্ছে।
উল্লেখ্য জলাশয়ের বাধ’কে কেন্দ্র করে ১৮ডিসেম্বর শক্রুবার ২ছান্দের ঘটনায় ৩টি ছান্দ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ৩ঘন্টা ব্যাপী সংঘর্ষে শতাধিক লুকজন আহত হয়।
এই পুলিশ বাদী হয়ে মামলা করে ও উভয় পক্ষের ৬ জনকে শক্রুবার গভীর রাতে বানিয়াচং থানা পুলিশ গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করেন।
এছাড়াও সংঘর্ষের ঘটনার দিন ৫জনকে গ্রেফতার করে ৫৪ধারান আদালতে প্রেরন করা হয়।
সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত ১১জনকে গ্রেফতার করে থানা পুলিশ।