সৌদিতে প্রায় ৮০দিন আটক থাকার পর ছাড়া পেয়েছে ইরানি সুপার তেল ট্যাংকার। জেদ্দা বন্দর থেকে ‘হ্যাপিনেস-১’ নামের ওই তেল ট্যাংকারটি ইরানের দিকে রওনা হয়েছে।

শনিবার (২০ জুলাই) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

গত ৩০ এপ্রিল পারস্য উপসাগরে তেল ট্যাংকারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সৌদি নৌবাহিনী এটিকে জোরপূর্বক জেদ্দা বন্দরে টেনে নিয়ে গিয়েছিল।

ইরান অভিযোগ করে আসছিলো, তেহরানের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরও গত কয়েক মাস ধরে ট্যাংকারটি ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করছিল রিয়াদ।

ইরানের তাসনিমে বলা হয়েছে, দু’টি টাগ বোটের সাহায্যে সুপার তেল ট্যাংকারটি ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্যাংকারটির সব কর্মী ও ক্রু সুস্থ রয়েছেন এবং তারা বর্তমানে জাহাজটিতে অবস্থান করছেন।

আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার অপরাধে ইরান একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করার একদিন পর সৌদি আরব এ ব্যবস্থা নিল।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব জোরপূর্বক ইরানের সুপার তেল ট্যাংকার আটক করার পর এটির রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচের অজুহাতে তেহরানের কাছ থেকে এক কোটি ডলারেরও বেশি অর্থ গ্রহণ করেছে।