সানাউল্লাহ, দোহা (কাতার) প্রতিনিধি
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অবশেষে কাতার সংকট সমাধানে আরও এক ধাপ অগ্রগতি হলো। ২০১৭ সাল থেকে চলে আসা এই সংকট এখন দ্রুত নিষ্পত্তি হোক, এমন কামনা সবার। সর্বশেষ জানা গেছে, আগামী ৫ জানুয়ারি রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে উপসাগরীয় অঞ্চলের ছয় দেশের সংস্থা জিসিসির ৪১তম অধিবেশন।
আর এই অধিবেশনে অংশ নিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানিকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বাদশাহর নির্দেশনায় জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ মুবারক কাতারসহ বাকি ৪ দেশের নেতাদের কাছে এই আমন্ত্রণ পৌঁছে দেন। জিসিসির সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে সৌদিআরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমান এবং কাতার।
এর মধ্যে সৌদি, আমিরাত ও বাহরাইন গত সাড়ে তিন বছর ধরে কাতারের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করে রেখেছে। তবে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কাতার সংকট সমাধান প্রায় চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে।