ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিং করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন শান্তাকুমারন শ্রীশান্ত। নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফিরেছেন তিনি। এত দিন ক্রিকেটের বাইরে থাকলেও এখনো বড় স্বপ্ন দেখছেন শ্রীশান্ত। ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী সেই আলোচিত পেসার আবারও ভারতকে বিশ্বকাপ জেতাতে চান।
সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেরালা ক্রিকেট দলের হয়ে খেলবেন শ্রীশান্ত। দলে যোগ দেওয়ার একদিন আগে শ্রীশান্ত বলেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমাদের প্রথম ম্যাচ। এখানেই আমি ভারতের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছি। জীবন একটা বৃত্ত খুঁজে নিচ্ছে। কেরালা কখনো শিরোপা না জিতলেও এবার বেশ ভালো একটা দল।’
শ্রীশান্ত আরো বলেন, ‘শুধু মুশতাক আলী ট্রফি নিয়ে ভাবছি না। জিততে চাই ইরানি ও রঞ্জি ট্রফিও। ভালো বল করলে ও ফিট থাকলে আইপিএলেও সুযোগ পাব। লিয়েন্ডার পেজ গ্র্যান্ড স্লাম জিতেছেন ৪২ বছর বয়সে, রজার ফেদেরার এখনো খেলছেন। ক্রিকেটে মিসবাহ উল হক, ব্র্যাড হগ, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা বেশি বয়সেও ভালো করেছেন। একজন পেসারের জন্য কাজটি সহজ না হলেও আমি প্রয়োজনে ইতিহাস গড়ব। আমার মূল লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ দলে খেলা ও বিশ্বকাপ জেতা।’
২০১৩ আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্তকে আজীবন নিষিদ্ধ করা হয়। যদিও শ্রীশান্তের আপিলের পরিপ্রেক্ষিতে পরবর্তীসময়ে তার শাস্তির মাত্রা কমিয়ে আনা হয়।
সূত্র : টাইম অব ইন্ডিয়া।