সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।

ঘোষণা দিচ্ছেন কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী
অবশেষে এলো কাতার ও সৌদিআরবের মধ্যে সব সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা।

আজ সোমবার রাত সোয়া ৯ টায় এই ঘোষণা দেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ড. আহমদ নাছের আলসাবাহ।

ইতোমধ্যে কাতার ও সৌদিআরবের একমাত্র স্থল সীমান্ত আবু সামরা বর্ডারে সব প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

ফলে সোমবার রাত থেকে কাতার ও সৌদি আরবের মধ্যে স্থল, আকাশ ও সমুদ্র পথে যোগাযোগ শুরু হচ্ছে।

এর আগে তিনি সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় এসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সাথে সাক্ষাত করেন।

তবে কাল সৌদিআরবের অনুষ্ঠিতব্য সম্মেলন শেষে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী বাকি তিন দেশের ব্যাপারেও ঘোষণা প্রকাশিত হবে।

ইতোমধ্যে কুয়েতের এই ঘোষণার পরপরই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেছেন, ৫ জানুয়ারির সম্মেলন হবে উপসাগরীয় অঞ্চলের ঐক্য ও সংহতির সম্মেলন।

এর আগে কুয়েতের আমির শেখ নাওয়াফ সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম ও সৌদিআরবের বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।