এসএসসি-এইচএসসি ২০০৭/৯ ব্যাচের বন্ধুরা মিলে দুর্দশাগ্রস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ

সারাদেশে এসএসসি ২০০৭ এইচএসসি ২০০৯ (০৭০৯) ব্যাচের বেশকিছু বন্ধুরা মিলে চলতি বছর দুর্দশাগ্রস্থ ও শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনা করে কম্বল ও শীতের পোশাক বিতরণ কর্মসূচীর উদ্যোগ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় মিরপুর জোনে বসবাসরত জুঁই ইসলাম, তানজিল, প্রতীতি, ওমর, ফয়েজ, খাদিজা, কামাল সহ বেশ কিছু বন্ধু মিলে শুক্রবার (৮ জানুয়ারী) রাতে রাজধানীর মিরপুরে ফুটপাতে থাকা শীতার্তদের মাঝে ১৩৫ পিস কম্বল বিতরণ করেন। এ নিয়ে জুঁই ইসলাম বলেন, বাংলাদেশে প্রতি বছরই শীতকালে দরিদ্র জনগণ শীতের বিরুদ্ধে লড়াই করে।

সেইসব দরিদ্র মানুষদের শীতের তীব্রতা থেকে রক্ষা করার প্রয়াস হিসেবে আমাদের বসবাসরত এলাকার আশপাশে ফুটপাতে থাকা ১৩৫ জন লোকদের মাঝে কম্বল বিতরণ করেছি। পরবর্তী ধাপে আরো দরিদ্র জনগোষ্ঠীদের শীতের পোশাক দেওয়া হবে। তিনি বলেন, এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা। মোটকথা, ০৭০৯ বন্ধুদের এই মানবিক কার্যক্রমগুলো কেবল লোক-দেখানো কিংবা ফটোসেশনের মহোৎসব নয়। বিশাল জনগোষ্ঠীর মধ্যে ০৭০৯ বন্ধুরা হয়তো একটা ছোট্ট অংশকে সহায়তা প্রদান করছে। কিন্তু এটাই শেষ নয়। ০৭০৯ বন্ধুরা বিশ্বাস করে, “ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনা কালীন সময়ে বিনামূল্যে মাস্ক ,হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণসহ বিভিন্ন সচেতনমূলক কর্মসূচী পরিচালনা করেছেন।