মোঃ মনির হোসেন, মানামা, বাহরাইন।

যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।

এ উপলক্ষে রবিবার গত (১০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব ও দূতালয় প্রদান রবিউল ইসলামের পরিচালনায়

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর (শ্রমসচিব) শেখ মো. তৌহিদুল ইসলাম

এসময় রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আশরাফুল ইসলাম,পরে দূতাবাসে বঙ্গবন্ধু কর্ণার প্রদর্শন করেন