ছবি: গেটি ইমেজ

জার্মান কাপে অঘটনের শিকার হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। পেনাল্টি শ্যুট আউটে হলস্টাইন কিয়ের কাছে হেরে শীর্ষ আট থেকেই বিদায় নিয়েছে লেভানদোস্কি-মুলাররা। 

৮৬ বছরের পুরোনো এই আসরে সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ, শিরোপা জিতেছে ২০ বার। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই বায়ার্নই দ্বিতীয় সারির দল হলস্টাইন কিয়ের বিপক্ষে হেরে বিদায় নিলো।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল বায়ার্নই। ম্যাচের ১৪তম মিনিটে বায়ার্নের হয়ে দুই গোল করেন গ্যানারব্রি। ৩৭তম মিনিটে হলস্টাইনকে সমতায় ফেরান বার্টেলস।

বিরতির পরই আবারো বায়ার্নকে এগিয়ে দেন সানে। ৯০তম মিনিটে হলস্টাইনকে সমতায় ফেরান হক ওয়াহিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে বায়ার্ন মিউনিখকে হতাশায় ডুবিয়ে সেমিফাইনালে উঠে হলস্টাইন। শেষ ১২ বছরে এই প্রথম জার্মান কাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হল বায়ার্ন। 

সূত্র: বিবিসি/লাইভস্কোরডটকম