স্বপন আহাম্মেদ, চুনারুঘাটঃ
চুনারুঘাটে সাড়ে তিন লক্ষ টাকার চা পাতা জব্ধ করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এসময় কাউকে আটক করা হয়নি। (১৮ জানুয়ারী) সোমবার দুপুর ১২টায় গাজিপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের মৃত আঃ আজিজ এর পুত্র আঃ জলিল মিয়ার পরিত্যক্ত ঘর থেকে ১১৬৩ কেজি চা পাতা জব্ধ করে। গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার মোঃ সেলিম জানান বিজিবি’র নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে একদল জোয়ান অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা জব্ধ করেন। জব্ধকৃত চা পাতা নিয়মানুযায়ী শুল্ক বিভাগের উপস্থিতিতে ধ্বংস করা হবে।