নিজস্ব প্রতিবেদন

গতকাল ২৭ই জানুয়ারি রোজ বুধবার ২০২১ইং তারিখ বিকাল ৫ টা ৩০মিনিটে চিত্রশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
অনাড়ম্বর পরিবেশে ‘টোন এন্ড টিউন স্কুল অব মিউজিক’ এর এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব লিয়াকত আলী লাকী মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমী তাঁর সভাপতিত্বে বিশ্ব বরেন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী জনাব রেজওয়ানা চৌধুরী বন্যা- স্কুলের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন।

উল্লিখিত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে আরো থাকচ্ছেন জনাব খুরশিদ আলম, কুমার বিশ্বজিৎ, লিনু বিল্লাহ, মিলন ভট্র, আনিসুর রহমান তনু, মানাম আহাম্মেদ, লাবু রহমান, পার্থ বড়ূয়া, বাপ্পা মজুমদার, আলম আরা মিনু, মৌটুসী ইসলাম, শহিদুল্লাহ ফরায়েজী, মাকসুদ ঢাকা, ফরিদ আহম্মেদ, রাফী এবং নতুন প্রজন্মে জনপ্রিয় সকল শিল্পী কলাকুশলী সহ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য গুনিজন।

এই প্রতিষ্ঠানটি গতানুগতিক মিউজিক স্কুল থেকে সম্পূর্ন আলাদা। যেখানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিক্ষিত প্রতিষ্ঠিত বিখ্যাত গুনিজনেরা সম্পূর্ণ প্রায়োগিক শিক্ষা প্রদান করবেন। যা সত্যিকার ভাবে আগামী বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শিল্পী কলাকুশলীদের একটি সুশিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে তুলবেন। যা সারা বিশ্বময় বাংলাদেশের সাংস্কৃতিক বিস্তার সক্ষম হবে বলে আমরা শতভাগ বিশ্বাস করি।