রাজধানীতে গভির রাতে পল্টন মোড় থেকে একটি এবং খামারবাড়ি মোড়ে পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। পরে তা বিস্ফোরন ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার রাত তিনটার দিকে খামারবাড়ি ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন এলাকায় ফেলে রাখা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে রাত ১১ টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।

শাহবাগ থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখে কৌতূহলী হন পুলিশ সদস্যরা। ওই কার্টনের ভেতর তার প্যাঁচানো একটি বস্তু দেখে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। পরে তারা গিয়ে ওই বোমার বিস্ফোরণ ঘটান।