স্বপন আহাম্মেদ, চুনারুঘাটঃ


এলজিএসপি ৩ এর অর্থায়নে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ কর্তৃক গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন, ২০ জন অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দশজন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেস্ক ও বেঞ্চ সরবরাহ এবং তিনটি কমিউনিটি ক্লিনিকে চেয়ার-টেবিল সরবরাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকায় শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাছন আলী মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুলাল মেম্বার, ইউনিয়ন বিএনপি সেক্রেটারী কামরুল ইসলাম শামীম আজাদ, সাংবাদিক নুরুল আমিন, আঃ হান্নান, আঃ রাজ্জাক রাজু, স্বপন আহাম্মেদ, আঃ জাহির সহ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যকালে সকল বক্তারাই চেয়ারম্যান সনজু চৌধুরীর গত দশ বছরের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যকালে ইউনিয়ন পরিষদের সদস্য গণ বলেন, চেয়ারম্যান সনজু চৌধুরীর কারণে নিজেদেরকে আরও বেশি স্বচ্ছ রাখতে পেরেছেন। চেয়ারম্যান সনজু চৌধুরী তার বক্তব্যে বলেন, এলাকার সমস্যা দূরীকরণ ও জনগণের অধিকার নিশ্চিত করণ প্রতিটি জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব ও কর্তব্য।