মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা পর্যন্ত যাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রতারণার মাধ্যমে ডাকাতি করে থাকে। বেশ কিছুদিন ধরে অনেকগুলো ঘটনার আলামত পাওয়া যায়। গতকাল কুমিল্লা চান্দিনা হাইওয়ে সড়কে এমনই এক ঘটনায় মারুতি গাড়ির ড্রাইভার সহ ডাকাত চক্রের দু’জনকে আটক করা হয়েছে। ঐ সময় মহিলা যাত্রীর কানের দুল, টাকার ব্যাগ ইত্যাদি প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে মহিলাদেরকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েন সাধারণ জনগণের হাতে।

সাধারণ জনগণ তাদের পুলিশের কাছে সমর্পণ করেন। বর্তমানে ডাকাত দলের ২ সদস্য ক্যান্টনমেন্ট ফাঁড়ির হেফাজতে আছেন বলে জানা যায়।

ডাকাত দলের ২ জনের পরিচয় জানা যায়।
একজন হলেন মো: আরিফুল ইসলাম (২৮), পিতা-মৃত. মিন্নত আলী, গ্রাম খলিলপুর, দেবিদ্বার, কুমিল্লা।
অন্যজনের মোঃ জজ মিয়া (২৬), পিতা মৃত. খোরশেদ আলম, খান বাড়ি, তিতাস, কুমিল্লা।