মিজানুর রহমান স্বাধীন

ঢাকার সদরঘাটে বাংলাদেশে প্রথম নৌ পাঠাগারের শুভসূচনা করেছে সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ। ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় নৌ পাঠাগারের যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমভি সোহাগ লঞ্চের মালিক সৈয়দ সোহাগ হোসেন এবং স্বভূমি (স্বেচ্ছাসেবী সংস্থা) এর চেয়ারম্যান এইচএম মোশাররফ হোসেন।

এমভি প্রিন্স সোহাগ লঞ্চে বাংলাদেশে প্রথম নৌ পাঠাগারটি প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবী সংস্থা স্বভূমি।

এমভি প্রিন্স সোহাগ লঞ্চের মালিক সৈয়দ সোহাগ হোসেন এসময় বলেন, যাত্রীদের সেবার জন্য যে কোন ভালো কাজের সাথে তিনি এবং তাদের লঞ্চ পরিচালনার দায়িত্বে থাকা সকলে কাজ করে যাবেন। দেশে শতশত লঞ্চ থাকার পরেও বাংলাদেশে প্রথম নৌ পাঠাগারটি প্রতিষ্ঠায় তার লঞ্চকে নির্ধারণ করায় তিনি গর্ভের বাকেরগঞ্জ সংগঠনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নৌ পাঠাগারটি উদ্বোধনী অনুষ্ঠানে অনন্যের মধ্যে গর্বের বাকেরগঞ্জের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক রাকিব খান, পরিবেশ বিষয়ক সমন্বয়ক রাজিব শিকদার, প্রকাশনা বিষয়ক সমন্বয়ক বাকি বিল্লা এবং স্বভূমি’র পরিচালনা বোর্ডের সদস্য ফয়েজ উদ্দিন বেলাল, কামাল হোসেন, হিরোন আল হেলাল ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় গর্বের বাকেরগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন বলেন, এই নৌ পাঠাগারটি থেকে যাত্রীরা যাত্রাপথে বই নিয়ে পড়তে পারবেন এবং পড়া শেষে নির্দিষ্ট স্থানে বইটি যত্নসহকারে রেখে যাবেন। তিনি আরও বলেন, দেশের দক্ষিণ অঞ্চলে যাতায়াতকারি সকল লঞ্চে পর্যায়ক্রমে আমরা নৌ পাঠাগার করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উচ্চ কন্ঠ:-এম আর স্বাধীন।