জয়পুরহাট পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, প্রধান নির্বাচনী এজেন্ট ফজলুর রহমানের গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে ভোট প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ শামসুল হক।

আজ দুপুর দেড়টায় তার নির্বাচনী অফিসে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।

সকাল ৮টা থেকে পৌর এলাকার ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর পরপরই নৌকা প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়।

পৌর সভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়পুরহাট পৌর সভায় মোট ভোটার ৫২ হাজার ২৭৪ জন। এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটপ্রহণ হচ্ছে।