লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গোপন বুথে একটি বিশেষ দলের পক্ষে ওপেন ভোট প্রদান, বিএনপির এজেন্ট বের করে দেওয়া ও অন্যের ভোট দিয়ে দেওয়াসহ নানা অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী।

রবিবার একাধিক ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারার অভিযোগ এনে গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি।এছাড়া রায়পুর মার্চেন্ট একাডেমী কেন্দ্রে ওপেন ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন বলছে, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কারো কোনো অভিযোগ পাননি তারা।

রায়পুর সরকারি কলেজ ও মার্চেন্ট একাডেমী কেন্দ্রে সরকার দলের কর্মী-সমর্থকরা গোপন বুথে ওপেন ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমের ক্যামেরাবন্দি হয়। এসব কেন্দ্রের একাধিক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

বিএনপির মেয়র প্রার্থী এ বি এম জিলানী বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দিয়ে নৌকায় ওপেন ভোট দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, ছোট-খাটো অনিয়ম ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছেন।
কোনো অভিযোগ পাননি তারা। একই কথা বলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।