মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

চুনারুঘাটে ৯৩ বস্তায় ২৭৯০ কেজি সরকারি চাল আটক করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার ( ৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম এবং এসআই আশিকের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার চন্ডি চা বাগানের রামগঙ্গা ব্রিজের কাছে অভিযান চালায়। তখন একটি সরকারি চাল ভর্তি মিনি ট্রাক আটক করে পুলিশ৷

পুলিশ জানায়, আটককৃত ট্রাকের মধ্যে ২৩ কেজি ওজনের ৯৩ বস্তা চাল পাওয়া যায়। এ সময় পুলিশ ট্রাকের ড্রাইভার মির সজিব আলী মাহি কে আটক করে থানায় নিয়ে আসে। চাল ভর্তি পিকাপ টি মাধবপুর উপজেলার নোয়াপারা বাজার থেকে চাল বোঝাই করে চুনারুঘাট বাজারের চাল ব্যাবসায়ী মুকসুদ আলীর চালের দোকান মকসুদ ট্রেডার্স আসার কথা ছিল।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন ১০ টাকা কেজি খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পচার করার দায়ে ট্রাক চালক মীর সজীব আলী মাহি,চুনারুঘাট বাজারের চাল ব্যাবসায়ী মকসুদ আলী,মকসুদ ট্রেডার্স ম্যানাজার লিটন,এবং মাধপুরের চাল ব্যাবসায়ী অজ্ঞাত সহ চারজনকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।