পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার আসন্ন ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টি জেপি দলীয় মার্কা বাই-সাইকেল মার্কার ৫ টি ইউনিয়নে প্রার্থীর নাম ঘোষণা করেন।
অদ্য ১৩ মার্চ শনিবার ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্ত্বরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টি জেপি ও তার অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু এমপি, অনুষ্ঠানের সভাপতি ছিলেন জাতীয় পার্টি জেপি ভাণ্ডারিয়া উপজেলা শাখার আহবায়ক জনাব আলহাজ্ব মনিরুল হক মনি জোমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি ভাণ্ডারিয়া শাখার যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাহিবুল ইসলাম মাহিম, যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব গোলাম সরোয়ার জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও ৫নং ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, উপজেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, ছাত্র সমাজের আহবায়ক রাহাত জোমাদ্দার প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মনির সরদার সহ উপজেলা ও ইউনিয়ন থেকে আগত দলীয় নেতৃ বৃন্দ।
প্রধান অতিথীর উপস্থিতিতে উপজেলার ৫টি ইউনিয়নের বাই-সাইকেল প্রতিকে মনোনিত প্রার্থী ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের যুবসংহতির আহবায়ক মতিউর রহমান বুলবুল, ২ নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নে জাতীয় পার্টি জেপি’র উপজেলার যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার , ৩ নং তেলিখালী ইউনিয়েনে জেপি নেতা সাবেক ইউপি সদস্য শাহ আলম, ৫নং ধাওয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও জেপি’র উপজেলার যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান টুলু। ৭নং গৌরীপুর ইউনিয়ন বর্তমান চেয়রম্যান ও জেপি’র উপজেলার যুগ্ম আহবায়ক মজিবুর রহমান চৌধূরীর নাম ঘোষনা করেন জাতীয় পার্টি জেপি’র ভাণ্ডারিয়া উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাহিবুল হোসেন মাহিম। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সাহাবুদ্দিন সিনিয়র মাদ্রাসার উপধ্যাক্ষ মাওলানা মোঃ ফারুক হোসেন।