স্বপন আহাম্মেদ,চুনারুঘাটঃ

চুনারুঘাটের কুখ্যাত গাঁজা ব্যবসায়ী কনা ফকিরের আস্তানায় ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়েছে। (১৩ মার্চ)শনিবার রাত ১২ টায় গাঁজাসহ ৬ জন কে হাতেনাতে আটক করে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, ওসি তদন্ত চম্পক দাম,এসআই সম্রাটসহ একদল পুলিশ। আটক ৬ জন কে তিন মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিল্টন চন্দ্র পাল। দন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হল- আমিনুর রশীদ ,বাবুল মিয়া,আঃ আউয়াল ,ইলিয়াস মিয়া,মোস্তফা মিয়া ও জুয়েল মিয়া উল্লেখ্য কনা ফকির দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু নামধারী নেতা-পাতি নেতাদের প্রত্যক্ষ মদদে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এলাকাবাসীর বহু কাংক্ষিত কনা ফকিরের মাদকের আস্তানায় প্রশাসনের এমন অভিযান কে স্বাগত জানিয়েছেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর,ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী,উপজেলা আ’লীগের সহ সভাপতি প্রাক্তন চেয়ারম্যান হাজি আঃ লতিফ,উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাছন আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,সেক্রেটারি প্রফেসর আবু নাসের,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সমাজ সেবক জাকির হোসেন পলাশ,তোফাজ্জল মহালদার,শামসুল আলম ফুল মিয়াসহ শিক্ষক মন্ডলী,শুশিল সমাজ,সাংবাদিক বৃন্দ ও সাধারণ জনগন।