তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৩৩৭ রানের বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। পুনেতে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করেছে ভারত। শতকের দেখা পেয়েছেন লোকেশ রাহুল।
ব্যাট হাতে ভারতের সূচনাটা ভালো ছিল না। দলীয় মাত্র ৩৭ রানেই দুই ওপেনারকে হারায় ভারত। এরপর দলের হাল ধরেন লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। কোহলি ৬৬ রানে ফিরে গেলেও শতক পূরণ করেন রাহুল। ১১৪ বলে ১০৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ঋষভ পন্থ ৪০ বলে ৭৭ ও হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।
ইংল্যান্ডের পক্ষে রিসে টপলি ও টম কারান ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া স্যাম কারান ও আদিল রশিদ একটি করে উইকেট পান।
ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান খেলছেন না এই ম্যাচে। সিরিজের প্রথম ম্যাচে পাওয়া আঙুলের চোটে পুরো সিরিজই শেষ হয়ে গেছে মরগানের। তার জায়গায় ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার। আজকের ম্যাচেন মধ্যা দিয়েই ওয়ানতে অভিষেক হচ্ছে লিয়াম লিভিংস্টোনের।