২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ইতালি। গতরাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ইতালি ২-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ডকে। গত বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি ইতালি। বিশ্বকাপে খেলতে না পারলেও পরবর্তীতে ইউরোর কাপে তারা ১০ ম্যাচের সবকটিতেই জয় পায়। সব মিলিয়ে দারুণ ছন্দে আছে ইতালি।
এই ছন্দ নিয়ে পারমায় নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রথম ১৪ মিনিটেই গোল পেয়ে যায় তারা। ডান প্রান্ত থেকে আলেসান্দ্রো ফ্লোরেন্সির পাস থেকে গোল করেন স্ট্রাইকার ডোমিনিকো বেরারদি। এগিয়ে যাওয়ার পর আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠে ইতালি। দ্বিতীয় গোলের জন্য প্রতিপক্ষকে রীতিমতো ব্যতিব্যস্ত করে তোলে।
অবশেষে ৩৮ মিনিটে দ্বিতীয় গোল পায় ইতালি। মাঝমাঠ থেকে বল নিয়ে ইমোবিলকে পাস দেন লরেন্সো ইনসিগনে। জোড়ালো শটে আয়ারল্যান্ডের জালে বল পাঠাতে ভুল করেননি ইমোবিল। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই বল দখলে রাখা চেষ্টা করে নর্দান আয়ারল্যান্ড। ৫৬তম মিনিটে গোল পেয়েও গিয়েছিলো তারা। ইতালির গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করতে ব্যর্র্থ হন আইরিশদের স্ট্রাইকার গেভিন।
এরপর আর কোনো গোলের ভালো সুযোগ না পেলে, ম্যাচের স্কোর লাইনেও কোন পরিবর্তন হয়নি। ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইতালি।